Thursday, July 12, 2012

রবীন্দ্রনাথের সাহিত্য-ভাবনা


রবীন্দ্রনাথের সাহিত্য-ভাবনা বোঝাতে অধ্যাপক জগদীশ ভট্টাচার্য এই ছবিটি ব্যবহার করেছিলেন তাঁর কবিমানস প্রবন্ধে ( রবীন্দ্রচিত্তে জনচেতনা/ ভারবি / জানুয়ারি ১৯৯৮/ পৃ-৩৩৫)। এই ছবিটি দিয়ে আমি আমার মাস্টারমশাই শ্রদ্ধেয় তপোব্রত ঘোষের কাছে রবীন্দ্রনাথের সাহিত্য-ভাবনা পড়েছি।

এ সম্পর্কে আরও লেখার ইচ্ছে রইল।

ছবিটি ফেসবুক থেকে ধার করা।  

No comments:

Post a Comment