নাট্যশাস্ত্রের কাল
কালের নিম্নতর সীমারেখা খ্রি. ৮ম শতকের শেষভাগ। উদ্ভট (আবির্ভাব আনু. ৭৭৯ – ৮১৩ খ্রি.) নাট্যশাস্ত্রের ৬.১৫ শ্লোকের প্রথমার্ধ নিজের বইতে উদ্ধার করেছেন(৪.৪)। পরের লাইনে পরিবর্তন করে নবম রস হিসেবে শান্ত-কে যুক্ত করেছেন। নাট্যশাস্ত্রের ৬.১০ শ্লোকের প্রসঙ্গে অভিনবগুপ্তের মন্তব্য থেকে বোঝা যায় নাট্যশাস্ত্রের সঙ্গে উদ্ভটের পরিচয় ছিল।
ভামহ (৭ম শতকের তৃতীয়পাদ – ৮ম শতকের শেষ পাদ) বলেন আদিতে মাত্র ৫ টি অলংকার স্বীকৃত হত (২.৪)।নাট্যশাস্ত্রে চারটি অলংকার আছে। অনুপ্রাসকে যমকের মধ্যে ধরলে, নাট্যশাস্ত্রের সঙ্গে মিলে যায়।
কালিদাস (আনু. ৫ম শ) বিক্রমোর্বশীয়-তে নাট্যাচার্য রূপে ভরতের উল্লেখ আছে (২.১৮); কুমারসম্ভব-এ সন্ধি ও ললিতাঙ্গহার-এর উল্লেখ (৭.৯১) – নাট্যশাস্ত্রের ২০.১৭ তে এই বিষয়ে আলোচনা আছে। শক, যবন, পহ্লব-এর উল্লেখ। ঊর্ধ্বতন সীমা খ্রি. জন্মের কাছাকাছি হতে পারে। এটি বিমিশ্র (composite) গ্রন্থ।
আদিভরত
এটি গ্রন্থ ও গ্রন্থনাম হিসেবে ব্যবহৃত। অভিজ্ঞানশকুন্তলম-এর রাঘবভট্ট-কৃত অর্থদ্যোতনিকা টীকায় (খ্রি. ১৫-১৬শ) আদিভরত গ্রন্থ থেকে উল্লেখ আছে। ১৯টি উদ্ধৃতি আছে। এটি স্বতন্ত্র গ্রন্থ। পুনার ভান্দারকর ওরি. রিসার্চ ইনস-এ নাট্যসর্বস্বদীপিকা নামক পুথিতে আদিভরত গ্রন্থের অংশ আছে। পি ভি কানে – ভরত শব্দে নাট্য, নৃত্য বিষয়ের গ্রন্থ বোঝাত। ভরতের গ্রন্থটিকে পৃথক করার জন্য আদি বা বৃদ্ধ শব্দ যুক্ত হত।
S K De, Some Problems of Sanskrit Poetics
নাট্যশাস্ত্রের অধ্যায়
৩৬ বা ৩৭ টি অধ্যায়। ১-নাট্যোৎপত্তি ২-মন্ডপবিধান ৩-রঙ্গদৈবত পূজন ৪-তান্ডবলক্ষণ ৫-পূর্বরঙ্গবিধান ৬-রসবিকল্প ৭-ভাবব্যঞ্জক ইত্যাদি।
নাট্যের উৎপত্তি
ত্রেতা যুগের শুরুতে কাম, লোভ, ঈর্ষা, ক্রোধ এল; জনগণ দুঃখের সঙ্গে মিশ্রিত সুখ পেল, তখন ইন্দ্র প্রমুখ দেবতারা ব্রহ্মাকে বললেন-যুগপৎ শ্রব্য ও দৃশ্য আনন্দদায়ক এক বস্তু চাই।
ন বেদ ব্যবহারোহয়ং সংশ্রাব্য শূদ্রজাতিষু।
তস্মাৎ সৃজাপরং বেদং পঞ্চমং সার্ববণিকম্।। (নাট্যশাস্ত্র ১.১২)
জগ্রাহ পাঠ্যমৃগ্বেদাৎ সামভ্যো গীতমেব চ।
যজুর্বেদাদভিনয়ান্ রসানাথর্বণাদপি।। (নাট্যশাস্ত্র ১.১৭)
তিনি ঋগ্বেদ থেকে পাঠ্যবস্তু, সামবেদ থেকে গান, যজুর্বেদ থেকে অভিনয়, অথর্ববেদ থেকে রসসমূহ নিয়েছিলেন।
সর্বশাস্ত্রাণি শিল্পানি কর্মাণি বিবিধানি চ।
অস্মিনাট্যে সমেতানি তস্মাদেতন্ময়া কৃতম্।। (নাট্যশাস্ত্র ১.১১৭)
এই নাট্য আমি সৃষ্টি করেছি যাতে সকল শাস্ত্র, শিল্প ও বিবিধ কর্মের মিলন হয়েছে।
প্রে.বি./পিজি ১ সেমেস্টার/১৪.৩.১২ দেবপ্রিয় ভট্টাচার্য